Chairman Message

rajshine

প্রিয় অভিভাবকগণ,

আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাই।

আজ আমি গর্বের সঙ্গে আপনাদের জানাতে চাই, Rajshine Academy-র পথচলা শুধুমাত্র একটি স্কুল গড়ে তোলার জন্য নয়, বরং একটি ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার জন্য।

আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে শুধুমাত্র বই মুখস্থ করে পরীক্ষায় ভালো ফলাফল করাই যথেষ্ট নয়। আমাদের সন্তানেরা যেন জীবনের জন্য প্রস্তুত হয়, সে লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি।

আমাদের অঙ্গীকার:

  • বাংলা, ইংরেজি ও আরবি – এই তিনটি ভাষায় প্রতিটি শিক্ষার্থীকে প্রাকৃতিক/Native পর্যায়ে দক্ষ করে গড়ে তোলা।
  • শুধুমাত্র পড়ালেখা নয়, সাঁতার, কারাতে, নাচ, গান, বিতর্ক এবং অন্যান্য পেশাভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমে শিশুদের প্রশিক্ষণ দেওয়া হবে।
  • প্রতিটি শিক্ষার্থীকে শেখানো হবে নৈতিকতা, সৌজন্য, আত্মনির্ভরতা ও নেতৃত্বগুণ।
  • আমরা গড়ে তুলবো এমন একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে শিশুরা খেলাধুলা, সংস্কৃতি ও দক্ষতা বিকাশের মাধ্যমে জীবনের সত্যিকারের শিক্ষা লাভ করবে।

Skill-Based Education

আমরা এমন এক কারিকুলাম চালু করছি যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের স্বপ্নকে চিনতে, গড়তে এবং বাস্তবায়ন করতে পারবে।

Parents as Partners

Rajshine Academy শুধু শিক্ষার্থীদের জন্য নয়, অভিভাবকদের সাথেও একটি গভীর সম্পর্ক গড়ে তুলতে চায়। কারণ আমরা জানি, শিশুর পূর্ণ বিকাশ তখনই সম্ভব, যখন স্কুল এবং পরিবার একসাথে কাজ করে।

পরিশেষে, আমি প্রতিটি অভিভাবককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই—আপনারা Rajshine Academy-র এই ভিন্নধর্মী যাত্রায় আমাদের সহযাত্রী হয়েছেন।

আসুন, আমরা একসাথে একটি নতুন দিনের, একটি নতুন বাংলাদেশের বীজ বপন করি—যেখানে প্রতিটি শিশু হবে আত্মবিশ্বাসী, দক্ষ, নৈতিক, ও ভবিষ্যতের জন্য প্রস্তুত।

Rajshine Academy – Not just a school, but a vision for a brighter generation.

ধন্যবাদ।

সুমন শুভ

চেয়ারম্যান,

রাজশাহিন একাডেমি, রাজশাহী।